বাজিতপুরে ৩৮৫ পিস ইয়াবাসহ মাহফুজুর রহমান (২৩) ও ইকরামুর রহমান (২৫) নামে দুই যুবককে আটক করেছে র্যাব। রোববার (২০ অক্টোবর) দুপুরে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এলাকা থেকে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা তাদের আটক করেন।
আটক হওয়া দুই যুবকের মধ্যে মাহফুজুর রহমান বাজিতপুর পৌরসভার পূর্ব পৈলনপুর এলাকার মো. স্বপন মিয়ার ছেলে এবং ইকরামুর রহমান পৌরসভার আলীয়াবাদ এলাকার মৃত কাদির মিয়ার ছেলে।
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার, বিএন এম শোভন খান জানান, রোববার (২০ অক্টোবর) বেলা দেড়টার দিকে তারা বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এলাকায় অভিযান পরিচালনা করেন।
এ সময় ৩৮৫ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যবসায়ী মাহফুজুর রহমান ও ইকরামুর রহমানকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হওয়া দুই যুবক ইয়াবা ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
এ ব্যাপারে মাহফুজুর রহমান ও ইকরামুর রহমানের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে বাজিতপুর থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।