কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে বিপুল পরিমাণ পলিথিন ও কাঁচামাল জব্দ, লাখ টাকা জরিমানা, সিলগালা

 স্টাফ রিপোর্টার | ২২ অক্টোবর ২০১৯, মঙ্গলবার, ৯:১৩ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জে র‌্যাবের ভেজাল বিরোধী অভিযানে শহরতলীর শোলাকিয়া গাছবাজার এলাকার সোনার বাংলা প্রিন্টিং এন্ড প্যাকেজিং মিলকে এক লাখ টাকা জরিমানা, ৩২০ কেজি পলিথিন এবং ৪০ বস্তা পলিথিন তৈরির কাঁচামাল জব্দ করা হয়েছে। এছাড়া অবৈধ পলিথিন তৈরির অপরাধে কারখানাটিকে সিলগালা করে দেয়া হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব মাহমুদ পাশা এবং পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট কাজী সুমনের সহায়তায় কারখানাটিতে অভিযান পরিচালনা করেন।

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার, বিএন এম শোভন খান জানান, অভিযানে কারখানাটি থেকে অবৈধ ৩২০ কেজি পলিথিন এবং ৪০ বস্তা পলিথিন তৈরীর কাঁচামাল জব্দ করা হয়।

পরে অবৈধ পলিথিন তৈরির দায়ে প্রতিষ্ঠানের মালিক মো. ফারুক খানকে এক লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতে বিচারক কিশোরগঞ্জ কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব মাহমুদ পাশা। এছাড়া কারখানাটিকে সিলগালা করে দেয়া হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর