কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


এমপিওভুক্ত হল কিশোরগঞ্জের চার মাদ্রাসা দাখিল শিক্ষা প্রতিষ্ঠান

 স্টাফ রিপোর্টার | ২৩ অক্টোবর ২০১৯, বুধবার, ৭:০১ | শিক্ষা  


নতুন এমপিওভুক্ত হওয়া ২ হাজার ৭৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৩ অক্টোবর) গণভবনে তিনি এমপিওভুক্তির এ ঘোষণা দেন।

নতুন এমপিওভুক্ত হওয়া শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৩৫৭টি মাদ্রাসা দাখিল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে কিশোরগঞ্জ জেলার চারটি মাদ্রাসা দাখিল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।

নতুন এমপিওভুক্ত হওয়া কিশোরগঞ্জ জেলার চারটি মাদ্রাসা দাখিল শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার একটি, করিমগঞ্জ উপজেলার একটি, অষ্টগ্রাম উপজেলার একটি এবং অপরটি নিকলী উপজেলার।

নতুন এমপিওভুক্ত হওয়া চারটি মাদ্রাসা দাখিল শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে, কিশোরগঞ্জ সদর উপজেলার পাটধা দারুল হুদা আদর্শ দাখিল মাদ্রাসা, করিমগঞ্জ উপজেলার তানজিম আশরাফ (সাদি) দাখিল মাদ্রাসা, অষ্টগ্রাম উপজেলার কলিমপুর দারুল এহসান দাখিল মাদ্রাসা এবং নিকলী উপজেলার নানশ্রী সিংগারপাড় আদর্শ দাখিল মাদ্রাসা।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর