কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


এমপিওভুক্ত হল কিশোরগঞ্জের ১০ নিম্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান

 স্টাফ রিপোর্টার | ২৩ অক্টোবর ২০১৯, বুধবার, ৮:৩৭ | শিক্ষা  


নতুন এমপিওভুক্ত হওয়া ২ হাজার ৭৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৩ অক্টোবর) গণভবনে তিনি এমপিওভুক্তির এ ঘোষণা দেন। নতুন এমপিওভুক্ত হওয়া শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৪৩৯টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (নিম্ন মাধ্যমিক স্তর, ৬ষ্ঠ- ৮ম) রয়েছে।

এর মধ্যে কিশোরগঞ্জ জেলার ১০টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (নিম্ন মাধ্যমিক স্তর, ৬ষ্ঠ- ৮ম) রয়েছে। নতুন এমপিওভুক্ত হওয়া কিশোরগঞ্জ জেলার ১০টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (নিম্ন মাধ্যমিক স্তর, ৬ষ্ঠ- ৮ম) এর মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার ৩টি, কটিয়াদী উপজেলার একটি, তাড়াইল উপজেলার ৩টি এবং কুলিয়ারচর উপজেলার ৩টি।

নতুন এমপিওভুক্ত হওয়া ১০টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (নিম্ন মাধ্যমিক স্তর, ৬ষ্ঠ- ৮ম) হচ্ছে, কিশোরগঞ্জ সদর উপজেলার শিমুলিয়া আদর্শ জুনিয়র উচ্চ বিদ্যালয়, আলহাজ্ব শামসুদ্দিন ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ও আলহাজ্ব তাজমল খান মডেল উচ্চ বিদ্যালয়।

কটিয়াদী উপজেলার পূর্বচর পাড়াতলা উচ্চ বিদ্যালয়। তাড়াইল উপজেলার উমেদ আলী ভূঞা উচ্চ বিদ্যালয়, কে.ডি.আর জুনিয়র স্কুল ও শাহ আবুল হাসেম জুনিয়র উচ্চ বিদ্যালয়।

কুলিয়ারচর উপজেলার জনতা আইডিয়াল জুনিয়র উচ্চ বিদ্যালয়, আব্দুল্লাপুর-বারছারা আইভী রহমান উচ্চ বিদ্যালয় এবং লায়ন মুজিব মুনা গার্লস হাই স্কুল।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর