কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ভৈরবে হাইওয়ে পুলিশের চাঁদাবাজি বন্ধের দাবিতে বিক্ষোভ মানববন্ধন

 সোহেল সাশ্রু, ভৈরব | ২৫ অক্টোবর ২০১৯, শুক্রবার, ১২:২৮ | ভিডিও খবর  


ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে মালামাল পরিবহনের কাজে ব্যবহৃত টমটম, নসিমন, ভটভটিসহ মালবাহী যানবাহন চলাচলে হাইওয়ে পুলিশের বাধা প্রদান, চাঁদাবাজি ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিােভ মিছিল, মানববন্ধন, প্রতিবাদ সভা ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের শ্রমিক-মালিকরা।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ড দুর্জয় চত্বর এলাকায় ঘণ্টাব্যাপী তারা এসব কর্মসূচি পালন করেন।

কর্মসূচি চলাকালে ঢাকা-সিলেট মহাসড়কসহ ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক ও ভৈরব নদীবন্দরে প্রবেশের বঙ্গবন্ধু সরণি দিয়ে সকল ধরণের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন যাত্রী সাধারণ।

ভৈরব রড-সিমেন্ট ব্যবসায়ী সমিতির সভাপতি আফজাল হোসেন জামালের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন, ভৈরব উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টিজ সিনিয়র সহ-সভাপতি হাজী মোশাররফ হোসেন, উপজেলা যুবলীগ আহ্বায়ক অরুণ আল আজাদ, ডক্টরস্ কাব অব ভৈরব এর সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান কবির, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. খলিলুর রহমান লিমন প্রমুখ।

তবে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে ভৈরব হাইওয়ে থানার ওসি মামুন রহমান বলেন, উচ্চ আদালতের নিষেধাজ্ঞার কারণে মহাসড়ক এবং আঞ্চলিক মহাসড়কে নসিমন, করিমন, টমটম ও ভটভটি চলাচল নিষিদ্ধ রয়েছে।

এছাড়া বেপরোয়া এসব যানের অস্বাভাবিক গতির কারণে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটছে। ফলে গেল মাসে ১৭ জনের প্রাণহানি হয়েছে। তাই ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে হাইওয়ে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।

ভিডিও:


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর