কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জ-পাকুন্দিয়া-টোক জেলা মহাসড়ক যথাযথমানে উন্নীত হচ্ছে

 স্টাফ রিপোর্টার | ২৯ অক্টোবর ২০১৯, মঙ্গলবার, ৫:১৬ | বিশেষ সংবাদ 


‘কিশোরগঞ্জ (বিন্নাটি) পাকুন্দিয়া-মির্জাপুর-টোক জেলা মহাসড়ককে যথাযথমানে উন্নীতকরণ’ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। ৭ শ’ ২৯ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়িত হবে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ‘কিশোরগঞ্জ (বিন্নাটি) পাকুন্দিয়া-মির্জাপুর-টোক জেলা মহাসড়ককে যথাযথমানে উন্নীতকরণ’ প্রকল্পসহ ১১ হাজার ৪৬৭ কোটি টাকা ব্যয়ের ১০টি প্রকল্প অনুমোদন করা হয়েছে।

বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান জানান, অনুমোদিত প্রকল্পে সরকার অর্থায়ন করবে ৮ হাজার ২৭১ কোটি টাকা। বৈদেশিক অনুদান ২৬৭ কোটি টাকা, আর ঋণ ২ হাজার ৯২৮ কোটি টাকা।

‘কিশোরগঞ্জ (বিন্নাটি) পাকুন্দিয়া-মির্জাপুর-টোক জেলা মহাসড়ককে যথাযথমানে উন্নীতকরণ’ প্রকল্পটি বাস্তবায়িত হলে কিশোরগঞ্জের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন আরো এক ধাপ এগিয়ে যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর