কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে উদীচীর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

 স্টাফ রিপোর্টার | ৩০ অক্টোবর ২০১৯, বুধবার, ১২:০১ | কিশোরগঞ্জ সদর 


বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় জেলা সিপিবি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সিনিয়র আইনজীবী শেখ নূরুন্নবী বাদল।

জেলা উদীচীর সভাপতি মোঃ ফিরোজ উদ্দীন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের চেতনায় সমাজে সর্বত্র প্রগতিশীল ক্ষেত্র তৈরিতে উদীচীর লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের ওপর বিশদ আলোচনায় অংশ নেন জেলা সিপিবির সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, জেলা উদীচীর সহ-সভাপতি দিলীপ চন্দ্র রায়, উদীচী সদস্য জেলা ট্রেড ইউনিয়নের সভাপতি সিরাজুল ইসলাম সাত্তার, সাধারণ সম্পাদক আঃ রহমান রুমী, অধ্যক্ষ ব্রজেন্দ্র চন্দ্র দেবনাথ, সহকারী অধ্যাপক ফরিদ আহমেদ, ইউপি সচিব রঞ্জিত কুমার সরকারসহ অন্যরা।

জেলা উদীচীর সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মণের সঞ্চালনায় অনুষ্ঠানে আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন জেলা উদীচীর সহ-সভাপতি আব্দুল ওয়াহাব, সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন খান, সাবেক সহ-সাধারণ সম্পাদক আবুল ফজল আহাদসহ অন্যরা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক সিনিয়র আইনজীবী মোজাম্মেল হক খান রতন, জেলা উদীচীর সহ-সাধারণ সম্পাদক সাইফউদ্দীন আহমেদ লেনিন, দৈনিক জনকণ্ঠের সাংবাদিক ও কর আইনজীবী মাজহার মান্না, উদীচী সদস্য কবি বাবুল রেজা, ইউপি সচিব নয়ন চন্দ্র দাস, সিলভিয়া আকুঞ্জি, অপু সাহা, আব্দুস সালাম, ফারুক আহম্মদ খানসহ অন্যান্য সংস্কৃতিকর্মীরা।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর