কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


বঙ্গমাতা গোল্ডকাপে বিভাগীয় প্রতিযোগিতার ফাইনালে কিশোরগঞ্জ

 স্টাফ রিপোর্টার | ১ নভেম্বর ২০১৯, শুক্রবার, ১২:৪৫ | খেলাধুলা 


বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) ঢাকা বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় ফাইনালে ওঠেছে কিশোরগঞ্জের বালিকারা। ঢাকার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শুক্রবার (১ নভেম্বর) অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে কিশোরগঞ্জ টাইব্রেকারে ২-১ গোলে নারায়ণগঞ্জকে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালে নাম লেখায়।

আগামী রোববার (৩ নভেম্বর) বেলা ২টায় ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ফাইনালে কিশোরগঞ্জের প্রতিপক্ষ টাঙ্গাইল জেলা।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে গাজীপুর জেলাকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে কিশোরগঞ্জের বালিকারা।

এর আগে বুধবার (৩০ অক্টোবর) ঢাকা জেলাকে ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে অনায়াসে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় কিশোরগঞ্জ জেলা।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর