কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উদযাপিত

 আশরাফুল আমিন মিশন | ২ নভেম্বর ২০১৯, শনিবার, ২:৫৭ | কিশোরগঞ্জ সদর 


কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (২ নভেম্বর) সন্ধানী শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ইউনিটের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বর প্রদক্ষিণ করে।

সন্ধানী শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ইউনিটের সাংগঠনিক সম্পাদক ৫ম বর্ষের শিক্ষার্থী তারেক আলম তুর্য, অর্থ সম্পাদক সাজন আহমেদ, যুগ্ম দপ্তর সম্পাদক তৃতীয় বর্ষের শিক্ষার্থী তানভীর আলিফ, যুগ্ম অর্থ সম্পাদক অর্ণব কর, যুগ্ম ছাত্র কল্যাণ সম্পাদক মাজহার হৃদয় ছাড়াও শিক্ষার্থীদের মধ্যে সাকিব খান, মমিত হাসান, হাসানুর রহমান, নুসরাত ঢেউ, সিফাত নৌরিন, আনিকা আহসান, মাশিয়াত জুলাইফা, মীম ইসলাম, মাঈশা অন্তু, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শাশ্বত দাস প্রমুখ র‌্যালিতে অংশ নেন।

এছাড়া র‌্যালিকে সৌন্দর্য ও সাফল্যমণ্ডিত করতে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সজল কুমার সাহা, কমিউনিটি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. আবুল বাশার, ফিজিউলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রাজেশ কুমার দাস প্রমুখ উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর