কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে শিশু সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

 স্টাফ রিপোর্টার | ৬ নভেম্বর ২০১৯, বুধবার, ৮:২৪ | কলকাকলি 


কিশোরগঞ্জে শিশু সাংবাদিকতা বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ নভেম্বর) বিকালে কিশোরগঞ্জ শহরের রথখলা এলাকার ধানসিঁড়ি রেস্টুরেন্টে কর্মশালার সমাপনী উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)।

শিশুদেরকে সাংবাদিক হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে ইউনিসেফের সহযোগিতায় বিডিনিউজ২৪.কম প্রশিক্ষণ কর্মশালাটির আয়োজন করা হয়। মঙ্গলবার (৫ নভেম্বর) প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক।

কর্মশালার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হ্যালোবিডিনিউজ২৪.কম এর কিশোরগঞ্জ কো-অর্ডিনেটর আকিব হৃদয়। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিনোদন বাংলা টেলিভিশনের চেয়ারম্যান সুপ্রিম কোর্টের আইনজীবী হামিদুল আলম চৌধুরী নিউটন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক, লেখক ও গবেষক মু আ লতিফ, সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল, সাংবাদিক আশরাফুল ইসলাম, বিডিনিউজ২৪.কম এর নেত্রকোনা প্রতিনিধি লাভলু পাল চৌধুরী এবং কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুবকর সিদ্দিক পিপিএম।

সমাপনী অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কালেক্টরেটের লাইব্রেরিয়ান মো. সারওয়ার হোসেন খান।

প্রধান অতিথির বক্তৃতায় পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) বলেন, একজন সাংবাদিক হচ্ছেন সমাজের আয়না। আয়নায় যেমন নিজের চেহারা দেখা যায়, একজন সাংবাদিকও তেমনি তার সংবাদে সমাজের বাস্তব প্রতিচ্ছবি তুলে ধরেন। সাংবাদিকতার নীতি ও আদর্শকে ধারণ করে সাংবাদিকতার চর্চা দেশের উন্নয়ন-প্রগতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের যেসব শিশুর সাংবাদিকতার হাতেখড়ি হলো, তারা আগামী দিনের যোগ্য সাংবাদিক হয়ে ওঠলেই এই আয়োজন স্বার্থকতা পাবে।

পুলিশ সুপার প্রশিক্ষণে অংশ নেয়া শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী হওয়ার পাশাপাশি ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলারও তাগিদ দেন।

পরে প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেয়া কিশোরগঞ্জের বিভিন্ন স্কুলের ২৩ জন শিক্ষার্থীর হাতে সার্টিফিকেট তুলে দেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর