কিশোরগঞ্জে ৮৯০ পিস ইয়াবাসহ মো. রেজাউল করিম (৩৮) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। শুক্রবার (৮ নভেম্বর) রাতে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি টিম কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ভদ্রপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
ইয়াবাসহ আটক হওয়া মো. রেজাউল করিম নেত্রকোণা জেলার আটপাড়া থানার আমারী শ্রীরামপুর গ্রামের মৃত আব্দুল মোতালেবের ছেলে। সে একজন ইয়াবা ব্যবসায়ী।
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পরিচালক এএসপি সমীর সরকার জানান, শুক্রবার (৮ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ভদ্রপাড়া এলাকায় র্যাব অভিযান পরিচালনা করে।
অভিযানে ৮৯০ পিস ইয়াবাসহ মো. রেজাউল করিমকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ইয়াবা ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
এ ঘটনায় ইয়াবাসহ আটক হওয়া মো. রেজাউল করিমের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।