কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


তাড়াইলে মাদরাসা ছাত্রীদের উত্যক্ত করে বখাটে কারাগারে

 আমিনুল ইসলাম বাবুল | ১৩ নভেম্বর ২০১৯, বুধবার, ৮:০৭ | তাড়াইল  


মাদরাসার ছাত্রীদেরকে উত্যক্ত করায় কিশোরগঞ্জের তাড়াইলে খাইরুল (১৮) নামে এক বখাটেকে এক মাসের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৩ নভেম্বর) বিকালে তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তারেক মাহমুদ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। পরে তাকে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।

বখাটে খাইরুল উপজেলার রাউতি ইউনিয়নের বানাইল (পাড়া-বানাইল) গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মো. ইদ্রিস মিয়া।

জানা গেছে, দাউদপুর-বানাইল আলিম মাদরাসার ছাত্রীদেরকে বখাটে খাইরুল মাদরাসায় আসা-যাওয়ার পথে প্রায়ই বিভিন্ন ইঙ্গিতপূর্ণ কথা বলতো। মাদরাসার পিছনের ব্রীজে বসে শ্রেণিকক্ষে লক্ষ্য করে অতি বেগুণি রশ্মির বিশেষ টার্গেট লাইট দিয়ে ছাত্রীদেরকে প্রায়ই উত্যক্ত করত খাইরুল। পরে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দেওয়া অভিযোগে তাকে আটক করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তারেক মাহমুদ জানান, উপজেলার দাউদপুর-বানাইল আলিম মাদরাসায় উত্যক্ত করছিল খাইরুল। এ ঘটনায় খাইরুলকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের জেল দেয়া হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর