কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসি মালিককে জরিমানা

 স্টাফ রিপোর্টার | ১৮ নভেম্বর ২০১৯, সোমবার, ২:৫৭ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে এমি মেডিক্যাল হল নামে একটি ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৮ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাহিদ হাসান উপজেলার পাটুয়াভাঙ্গা দরগা বাজারে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাহিদ হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, পাটুয়াভাঙ্গা দরগা বাজারের এমি মেডিক্যাল হল নামের ফার্মেসিটিতে অভিযান পরিচালনা করে বেশ কিছু মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়।

পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪১ধারায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ফার্মেসি মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর