কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


নিকলীতে লবণের মূল্য বৃদ্ধির গুজব, প্রশাসনের মাইকিং

 খাইরুল মোমেন স্বপন, নিকলী | ১৯ নভেম্বর ২০১৯, মঙ্গলবার, ৫:৪৭ | নিকলী  


কিশোরগঞ্জের নিকলীতে মঙ্গলবার (১৯ নভেম্বর) লবণের মূল্য বৃদ্ধির গুজব ছড়িয়ে পড়ে। মুহুর্তে ছড়িয়ে যাওয়া গুজবে মুদি দোকানগুলোতে লবণ ক্রেতাদের উপচে পড়া ভীড় দেখা যায়। সর্বসাধারণকে আশ্বস্ত করতে দুপুরে মাইকিং করে উপজেলা প্রশাসন।

জানা যায়, মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোরে কে বা কারা যে কোন সময় লবণের মূল্য বৃদ্ধির গুজব ছড়িয়ে দেয়। মুহুর্তে ক্রেতা সাধারণ বিশেষ করে উপজেলার গৃহিণীদের মধ্যে লবণ আতঙ্ক দেখা দেয়। অগ্রীম লবণ কিনতে স্থানীয় দোকানগুলোতে উপচে পড়া ভীড় জমে উঠে।

এই সুযোগে একটি বিশেষ শ্রেণি অতিরিক্ত মূল্য আদায়ের পাঁয়তারা করে। খবর পেয়ে নিকলী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লবণ, মরিচ, হলুদের মূল্য স্থিতিশীল রয়েছে মর্মে মাইকিং করা হয়।

মাইকিং এ বলা হয়, যদি কোন ব্যক্তি বা ব্যবসায়ি এসব নিত্যপণ্যে অতিরিক্ত মূল্য আদায়ের চেষ্টা করে তবে অভিযুক্তের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর