কিশোরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ ফরহাদ (২৭) নামে এক যুবককে আটক করেছে র্যাব। বুধবার (২০ নভেম্বর) বিকালে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের অভিযানে কিশোরগঞ্জ সদর উপজেলার কাটাখালী এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক হওয়া ফরহাদ জেলার পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়নের বড় আজলদী গ্রামের মো. সুলতানের ছেলে। সে একজন ইয়াবা ব্যবসায়ী।
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার, বিএন এম শোভন খান জানান, বুধবার (২০ নভেম্বর) বিকাল ৫টার দিকে র্যাব কিশোরগঞ্জ সদর উপজেলার কাটাখালী এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে ৫০ পিস ইয়াবাসহ ফরহাদ নামে এক যুবক আটক হয়। সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবা ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
এ ঘটনায় ইয়াবাসহ আটক হওয়া ফরহাদ এর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।