কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


করিমগঞ্জে শহীদ আশফাকুস সামাদ বীর উত্তম এর শাহাদত বার্ষিকী পালিত

 স্টাফ রিপোর্টার | ২০ নভেম্বর ২০১৯, বুধবার, ১১:০৫ | করিমগঞ্জ  


কিশোরগঞ্জের করিমগঞ্জের কৃতী সন্তান বীর উত্তম শহীদ লে. আবু মঈন মুহাম্মদ আশফাকুস সামাদের ৪৮তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার (২০নভেম্বর) বিকালে করিমগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে করিমগঞ্জ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ কমিটির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আন্তর্জাতিক যুদ্ধাপরাধ প্রতিরোধ আন্দোলন কমিটির সভাপতি মো. রেজাউল হাবীব রেজার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন করিমগঞ্জ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ কমিটির সভাপতি শেখ আবুল মনসুর লনু।

আলোচনা সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মেছবাউদ্দিন, মুক্তিযোদ্ধা মোমিন আলী, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা শ্রী প্রমোদ রঞ্জন মল্লিক, মুক্তিযোদ্ধা শিব শংকর সরকার, মুক্তিযোদ্ধা মেহেদী উল আলম, মুক্তিযোদ্ধা আব্দুছ ছাত্তার, মুক্তিযোদ্ধা ফালু মিয়া, মুক্তিযোদ্ধা মো. শাহাবুদ্দিন, মুক্তিযোদ্ধা মো. নূরুল আমিন, সাংবাদিক আশরাফুল ইসলাম তুষার, মো. নাদিম তালুকদার প্রমুখ।

আলোচনা সভা শেষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, ১৯৭১ সালের ২০ নভেম্বর কুড়িগ্রামের নাগেশ্বরীর রায়গঞ্জে সম্মুখ যুদ্ধে শহীদ হন করিমগঞ্জের সতেরদরিয়া গ্রামের কৃতী সন্তান লে. আবু মঈন মোহাম্মদ আশফাকুস সামাদ বীর উত্তম।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর