কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নেত্রকোনা

 স্টাফ রিপোর্টার | ৭ ডিসেম্বর ২০১৯, শনিবার, ৭:১০ | খেলাধুলা 


খান বাদার্স গ্রুপ বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৯ এ প্রথম দল হিসেবে ফাইনালে ওঠেছে নেত্রকোনা জেলা। শনিবার (৭ ডিসেম্বর) অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে নেত্রকোনা জেলা দল ৩-১ গোলে নরসিংদী জেলা দলকে হারিয়ে ফাইনালে নাম লেখায়।

কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শহরের পুরাতন স্টেডিয়ামে বিকালে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালটি অনুষ্ঠিত হয়। স্টেডিয়ামভর্তি দর্শক সেমিফাইনাল ম্যাচটি উপভোগ করেন।

ম্যাচ শুরু হওয়ার আগে খেলোয়াড়দের সাথে পরিচিত হন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ হাবিবুর রহমান।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাসউদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, বিসিবি পরিচালক অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদির মিয়া প্রমুখ ছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফাইনালে যাওয়ার মিশনে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে আগামী ৯ ডিসেম্বর (সোমবার) স্বাগতিক কিশোরগঞ্জ জেলা মুখোমুখি হবে গাজীপুর জেলার।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর