কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ভৈরবে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের মানববন্ধন

 সোহেল সাশ্রু, ভৈরব | ৯ ডিসেম্বর ২০১৯, সোমবার, ১১:৪৫ | ভৈরব 


কিশোরগঞ্জের ভৈরবে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় ভৈরব উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ঢাকা-সিলেট মহাসড়কের দুর্জয় মোড়ে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও রফিকুল ইসলাম মহিলা কলেজের অধ্যক্ষ শরীফ আহমেদ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভৈরব উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা।

এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. আরবুজ্জামান আপন, পৌর আওয়ামী সভাপতি এসএম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক বাবু জিতেন্দ্র চন্দ্র দাস, অন্যতম সদস্য ডা. হাবিবুর রহমান ও সাংবাদিক আদিল উদ্দিন আহমেদ, ভৈরব প্রথম আলো বন্ধু সভার সভাপতি আশাদুজ্জামান সোহেল, সাধারণ সম্পাদক আল-আমিন তুষার, রফিকুল ইসলাম মহিলা কলেজের শিক্ষার্থী নুজরাতুন তোরসা প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে দুর্নীতিবাজদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছেন। দেশকে এগিয়ে নিয়ে যেতে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে।

এসময় বক্তারা আরো বলেন, আমাদের প্রথমত সত্যকে সত্য বলা শিখতে হবে। মিথ্যাকে মিথ্যা বলতে হবে। তাহলে আমরা সত্যকে সাথে নিয়ে এগিয়ে যেতে পারবো।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্দেশ্যে বক্তারা বলেন, আপনারা ভৈরবে সামাজিক আন্দোলন গড়ে তুলতে যে কোন পদক্ষেপ গ্রহণ করলে আমরা সেখানেই আপনাদের পাশে থেকে সহযোগিতা করবো।

মানববন্ধনটি সার্বিক সঞ্চালনায় ছিলেন প্রথম আলো ভৈরব অফিস নিজস্ব প্রতিবেদক সাংবাদিক সুমন মোল্লা।

অনুষ্ঠানে প্রথম আলো বন্ধুসভার সদস্যবৃন্দ, বিভিন্ন কলেজের শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, জনসাধারণ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর