কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ভৈরবে বিনা টিকিটের ৪৬৪ জন রেলযাত্রীর লাখ টাকা জরিমানা

 সোহেল সাশ্রু, ভৈরব | ২০ ডিসেম্বর ২০১৯, শুক্রবার, ২:৩৮ | ভৈরব 


কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত বিনা টিকিটে ভ্রমণকারী ৪৬৪ জন রেলযাত্রীকে আটক করে ভাড়া ও জরিমানা বাবদ নগদ ১ লাখ ৩ হাজার  টাকা আদায় করেছে।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন রেলওয়ে প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (পূর্বাঞ্চল) নাজমুল ইসলাম। এ সময় ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার মো. কামরুজ্জামান সহ রেলওয়ের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী তার সঙ্গে ছিলেন।

ভৈরব স্টেশনে অভিযানের সময় ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট ও ঢাকা-নোয়াখালী রেলপথে চলাচলকারি  বিভিন্ন ১০টি  আন্তঃনগর ও বিভিন্ন মেইল ট্রেনে বিনা টিকিটে ভ্রমণকারী ৪৬৪ জন যাত্রীকে আটক করা হয়।

পরে বিনা টিকিটে ভ্রমণকারী আটককৃত যাত্রীদের কাছ থেকে ভাড়া ও জরিমানা বাবদ নগদ ১ লাখ ৩ হাজার  টাকা আদায় করা হয়।

রেলওয়ে সূত্র জানায়, বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ রোধে ভৈরব রেলওয়ে স্টেশনে দিনব্যাপী এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

যে কোন ধরনের বিশৃঙ্খলা এড়াতে ভ্রাম্যমাণ আদালতকে সহয়তা করেন ভৈরব রেলওয়ে থানার ওসি ফেরদৌস আহমেদ বিশ্বাস, নিরাপত্তা ইন্সপেক্টরসহ রেলওয়ে আনসার ও পুলিশ বাহিনীর সদস্যরা।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর