কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ভৈরবে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর সাজা

 সোহেল সাশ্রু, ভৈরব | ২৩ ডিসেম্বর ২০১৯, সোমবার, ৫:১৪ | ভৈরব 


ভৈরবে মো. রাকিব মিয়া (২৫) নামে এক মাদক সেবনকারীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

মাদকসেবী মো. রাকিব মিয়া ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের জামাল মিয়ার ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব সার্কেল এর পরিদর্শক মাসুদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শিবপুর গ্রামের নিজ বাসা থেকে গাঁজা সেবনরত অবস্থায় মো. রাকিব মিয়াকে আটক করা হয়।

ভৈরব উপজেলা ভূমি অফিসে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রট হিমাদ্রি খীসা মাদকসেবী মো. রাকিব মিয়া (২৫) কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

পরে মো. রাকিব মিয়াকে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর