কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কটিয়াদীতে মিয়া চান্দ শাহ্ উচ্চ বিদ্যালয়ের রজত জয়ন্তী উৎসব অনুষ্ঠিত

 মো. রফিকুল হায়দার টিটু, স্টাফ রিপোর্টার, কটিয়াদী | ২৮ ডিসেম্বর ২০১৯, শনিবার, ৫:১৫ | কটিয়াদী 


কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মানিকখালী এলাকার হযরত মিয়া চান্দ শাহ্ উচ্চ বিদ্যালয়ের ২৫ বছর পূর্তি উপলক্ষে ‘রজত জয়ন্তী’ উৎসব জাঁকজমকপূর্ণভাবে নানা অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয়েছে। বিদ্যালয়টির এমপিও ভূক্তি এবং ২৫ বছর পূর্তি উপলক্ষে এক আনন্দ উৎসব শনিবার (২৮ ডিসেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

আনন্দ উৎসবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য সাবেক আইজিপি, রাষ্ট্রদূত ও সচিব নূর মোহাম্মদ।

কিশোরগঞ্জ জেলা বার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট মিয়া মোহাম্মদ ফেরদৌসের সভাপতিত্বে উৎসবে বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান, কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. মুশতাকুর রহমান, সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াহাব আইন উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মোছা. আকতারুন নেছা, সমাজ সেবক জাহাঙ্গীর আলম মিয়া, মুক্তিযুদ্ধের সংগঠক ডা. সৈয়দ আবুল ফারুক, চান্দপুর ইউপি চেয়ারম্যান মাহতাব উদ্দিন, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ইনসাফ আলী প্রমুখ।

উৎসবে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ নজরুল ইসলাম। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কামরুজ্জামান কামরুল। বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে আনন্দঘন মিলন মেলায় স্কুল এলাকাটি মুখরিত হয়ে ওঠে।

১৯৯৪ সালে উপজেলার চান্দপুর ইউনিয়নের মানিকখালী এলাকায় সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন স্থানীয় বিশিষ্ট ব্যক্তি মো. মুনসুর আলী, মো. আ. লতিফ ও মো. ফরিদুজ্জামান মিয়ার সমন্বয়ে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।

প্রতিষ্ঠার পর দীর্ঘপথ পরিক্রমায় বিদ্যালয়টি সদ্য পূর্ণাঙ্গ বিদ্যালয় হিসাবে এমপিও ভূক্ত হয়। প্রতিষ্ঠার পর থেকে বিদ্যালয়টি অত্যন্ত সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। বর্তমানে এর ছাত্র ছাত্রীর সংখ্যা ৭ শতাধিক।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর