পাকুন্দিয়ায় সুবিধাবঞ্চিত হতদরিদ্র পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রূপালী ব্যাংক লিমিটেড এর উদ্যোগে শনিবার (৫ জানুয়ারি) সকালে উপজেলার কুমারপুর এলাকায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন রূপালী ব্যাংক লিমিটেড এর পরিচালক একেএম দেলোয়ার হোসেন এফসিএমএ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাটুয়াভাঙ্গা ইউপি চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন, হোসেন্দী ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান হামদু, বুরুদিয়া ইউপি চেয়ারম্যান মো. নাজমুল হুদা রুবেল প্রমুখ।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা নাজমুল কবীর আলমগীর।