করিমগঞ্জে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি বসতঘর মালামালসহ পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (৫ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার সুতারপাড়া ইউনিয়নের পুরানচামড়া গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
এতে পাঁচটি বসতঘরে থাকা পাঁচটি পরিবার সর্বস্ব হারিয়ে অসহায় হয়ে পড়েছেন। বিপদগ্রস্থ এসব পরিবারকে শীত থেকে সুরক্ষা দিতে ফেসবুক গ্রুপ আমাদের উজান ভাটি শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে।
স্থানীয় সূত্র জানায়, রোববার (৫ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার সুতারপাড়া ইউনিয়নের পুরানচামড়া গ্রামের নিজাম উদ্দিনের ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের বাড়িঘরে ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও এর আগেই নিজাম উদ্দিন, আজিম উদ্দিন, স্বাধীন মিয়া, দয়াল মিয়া ও হাফসা আক্তারের বসতঘর মালামালসহ পুড়ে ছাই হয়ে যায়।
আগুনে সর্বস্ব পুড়ে ছাই হয়ে যাওয়ায় এসব পরিবারের লোকজন খোলা আকাশের বাসিন্দা হয়ে পড়ে।
তাদের অসহায়ত্বের বিষয়টি জানতে পেরে অন্তত শীত থেকে সুরক্ষা দিতে শীতবস্ত্র নিয়ে তাদের পাশে দাঁড়ান ফেসবুক এক্টিভিস্টরা। ফেসবুক গ্রুপ আমাদের উজান ভাটি পরিবারের সদস্যরা তাদের মাঝে উন্নতমানের কম্বল বিতরণ করেন।