পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমিরুল ইসলাম (১২) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) বিকাল ৩টার দিকে পৌর এলাকার মৌসুমী সিনেমা হল সংলগ্ন পাকুন্দিয়া-কিশোরগঞ্জ সড়কের পশ্চিম পাশের এক দোতলা ভবনের ছাদে এ দুর্ঘটনা ঘটে।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া আমিরুল ইসলাম পাকুন্দিয়া পৌরসদরের মধ্যপাকুন্দিয়া গ্রামের মো. হারিছ মিয়ার ছেলে। সে আনোয়ারখালী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার (৬ জানুয়ারি) সকালে রোদে শুকাতে সিদ্ধ ধান ওই ভবনের ছাদে নিয়ে তুলে আমিরুলের পরিবার। বিকাল ৩টার দিকে আমিরুল তার পরিবারকে সহযোগিতা করার জন্য ওই ভবনের ছাদে গিয়ে উঠে।
এক পর্যায়ে ভবনের ছাদের উপর দিয়ে টানা পল্লী বিদ্যুতের মেইন লাইনের তারে অসতর্কতাবশত আমিরুল জড়িয়ে গেলে সে গুরুতর আহত হয়।
পরে মুমূর্ষ অবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) বিষ্ণু পদ দাশ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্র নিহত হওয়ার তথ্য নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।