কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কুলিয়ারচরে তথ্য অফিসের উদ্যোগে শিশু মেলা উদ্বোধন

 মুহাম্মদ শাহ্ আলম, স্টাফ রিপোর্টার, কুলিয়ারচর | ৭ জানুয়ারি ২০২০, মঙ্গলবার, ৮:৪৫ | কুলিয়ারচর 


"আমরা সুন্দর, আমরা শিশু আমাদেরও আছে অধিকার" এ প্রতিপাদ্য নিয়ে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ ম পর্যায়) শীর্ষক কর্মসূচির আওতায় কিশোরগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে ও কুলিয়ারচর উপজেলা প্রশাসনের সহযোগিতায় কুলিয়ারচরের জেলা পরিষদ অডিটোরিয়ামে দু'দিনব্যাপী শিশু মেলা উদ্বোধন করা  হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) কিশোরগঞ্জ স্থানীয় সরকারের  উপ-পরিচালক  মোহাম্মদ আবদুল্লাহ (উপ-সচিব) প্রধান অতিথি হিসেবে এ মেলা উদ্বোধন করেন। শিশু মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কাউসার আজিজ।

দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

পরে জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত র‍্যালিত্তোর উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সিনিয়র তথ্য অফিসার মো. শামসুল হক।

উপজেলা সহকারী শিক্ষা অফিসার মুহাম্মদ মোস্তফা কামাল এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাঈদা খানম মুক্তা, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. সাইফুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আলতাফ হোসেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. জামাল উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে কুলিয়ারচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারাজানা রহমান, কিশোরগঞ্জ কালেক্টরেটের সহকারী কমিশনার উম্মে হাফসা নাদিয়া, জেলা সহকারী তথ্য অফিসার মো. সাইফুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

এতে শিশু-কিশোর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাসহ শিক্ষার্থী ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীরা উপস্থিত ছিলেন।

শিশু মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় এনজিও সংস্থার মোট দশটি স্টল দেয়া হয়েছে।

এছাড়া মেলায় শিশুদের সুন্দর হাতের লেখা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দলীয় নৃত্য, যেমন খুশি তেমন সাজ, চলচ্চিত্র প্রদর্শন ও সঙ্গীতানুষ্ঠানসহ ছিল মহিলাদের আকর্ষণীয় বালিশ খেলা।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর