বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টে ১০ কোটি টাকার অনুদান দিয়েছে পূবালী ব্যাংক লিমিটেড। সোমবার (৬ জানুয়ারি) এই অনুদানের চেক হস্তান্তর করা হয়।
গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে অনুদানের চেক তুলে দেন কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ধলা গ্রামের কৃতি সন্তান পূবালী ব্যাংক লিমিটেড পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মু. আযীযুল হক।
এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হালিম চৌধুরী উপস্থিত ছিলেন।