কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


মুজিববর্ষ উদযাপন উপলক্ষে করিমগঞ্জে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

 স্টাফ রিপোর্টার | ৯ জানুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ১২:২১ | করিমগঞ্জ  


কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জের গুজাদিয়ায় মুজিববর্ষ-২০২০ উদযাপন উপলক্ষে কৃষক লীগের আয়োজনে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) গুজাদিয়া আব্দুল হেকিম মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্ছু।

এতে বিশেষ অতিথিদ্বয় হিসেবে ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট শেখ শহীদুল ইসলাম হুমায়ুন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মীর আমিনুল ইসলাম সোহেল, জেলা পরিষদের সদস্য আবু কাউসার খান মিল্কী, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি তারেক মিনহাজ কোরাইশী ছোটন, করিমগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি আবু তাহের, জেলা বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আতাউর রহমান খান আকন্দ, গুজাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ, করিমগঞ্জ পৌর কৃষক লীগের আহবায়ক আব্দুল জলিল, যুগ্ম আহবায়ক আনিসুর রহমান টুকু।

এতে সভাপতিত্ব করেন গুজাদিয়া ইউনিয়ন কৃষক লীগের আহবায়ক মিসবাহ উদ্দিন ভুঁইয়া হলুদ। পরিচালনায় ছিলেন গুজাদিয়া ইউনিয়ন কৃষক লীগের সদস্য সচিব আব্দুল কাইয়ুম।

নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহফুজুল হক হায়দারের সৌজন্যে এ ম্যাচে পালইকান্দা কিংস বনাম গুজাদিয়া আল-হিক্মাহ একাদশের মাঝে খেলাটি অনুষ্ঠিত হয়।

ম্যাচে পালইকান্দা কিংস সাত উইকেটে জয়লাভ করে। শেষে অতিথিরা পুরস্কার বিতরণ করেন।

আয়োজকরা জানান, মুজিবর্ষ-২০২০ উপলক্ষে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) নির্বাচনী এলাকায় বছর ব্যাপী শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয়, সামাজিক, জাতীয় ও দলীয় ১০০টি কর্মসুচি পালন করা হবে।

এছাড়া এই দুই উপজেলায় অন্তত ২০ হাজার বৃক্ষরোপণ কর্মসুচি হাতে নিয়েছেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহফুজুল হক হায়দার।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর