কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ভৈরবে মানবাধিকার কমিশনের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

 সোহেল সাশ্রু, ভৈরব | ১০ জানুয়ারি ২০২০, শুক্রবার, ১১:১২ | ভৈরব 


ভৈরবে বাংলাদেশ মানবাধিকার কমিশন এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে ভৈরবে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতিভোজ এর আয়োজন করা হয়।

শুক্রবার (১০ জানুয়ারি) বাংলাদেশ মানবাধিকার কমিশন কিশোরগঞ্জ জেলা আঞ্চলিক শাখা, ভৈরবের আয়োজনে ছবিঘর কমপ্লেক্সের অফিস কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন কিশোরগঞ্জ জেলা আঞ্চলিক শাখা, ভৈরব এর সভাপতি শাহনেওয়াজ গাজী।

অনুষ্ঠানে সহ-সভাপতি এডভোকেট কাজল কান্তি পাল, অধ্যাপক শহিদুল্লাহ ও ডা. বাবুল আশ্চর্য, যুগ্ম সম্পাদক আব্দুর রউফ, মো. গোলাম মোস্তফা ও সালমান রহমান উল্লাস, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. আতাহার আলী, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আশরাফুল মকুল, নির্বাহী সদস্য ডা. কেএনএম জাহাঙ্গীর ও কাজী হুমায়ুন, কার্যকরী সদস্য ইসলাম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মানবাধিকার লঙ্ঘন হলে সেখানে আমরা উপস্থিত হই। যেখানে অন্যায় সেখানে মানবাধিকার কর্মীরা চলে যায়। অন্যায়ের বিপক্ষে মানবাধিকার কর্মীরা রুখে দাঁড়ায়।

সম্প্রতি নানা ঘটনায় মানবাধিকার কমিশন তাদের পাশে দাঁড়িয়েছে। যেখানে মানবাধিকার লঙ্ঘন হবে সেখানেই মানবাধিকার কর্মীরা রুখে দাঁড়াবে এবং সর্বাত্মক সহযোগিতা করবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট খালেকুজ্জামান ঝুমন।

এছাড়া অনুষ্ঠানে সাংবাদিক, মানবাধিকার কর্মী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর