কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলে কিশোরগঞ্জ সদর ও নিকলী চ্যাম্পিয়ন

 স্টাফ রিপোর্টার | ১৬ জানুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ৭:৩৬ | খেলাধুলা 


কিশোরগঞ্জে জেলা পর্যায়ের ‘বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৯’ সম্পন্ন হয়েছে। জেলার ১৩টি উপজেলা দল নিয়ে মঙ্গলবার (১৪জানুয়ারি) শুরু হয়ে টুর্নামেন্ট বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকালে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়।

শহরের পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনালে কিশোরগঞ্জ সদর উপজেলার সেহড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।

অন্যদিকে একই ভেন্যুতে অনুষ্ঠিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনালে নিকলী উপজেলার উত্তর দামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।

বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনালে কিশোরগঞ্জ সদর উপজেলার সেহড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছেলেরা ১-০ গোলে পাকুন্দিয়া উপজেলার শালংকা সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

অন্যদিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনালে নিকলী উপজেলার উত্তর দামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা ১-০ গোলে করিমগঞ্জ উপজেলার নোয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ হাবিবুর রহমান এর সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, বিপিএম (বার) ও বিশেষ অতিথি কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলগুলোর হাতে ট্রফি তুলে দেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর