কিশোরগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ আব্দুল মান্নান (৩৫) ও রাফিউল আলম (৪৫) নামের দুই ব্যক্তিকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) কিশোরগঞ্জ সদর উপজেলায় র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের পৃথক অভিযানে তারা আটক হয়।
ইয়াবাসহ আটক হওয়া দুইজনের মধ্যে আব্দুল মান্নান কিশোরগঞ্জ সদর উপজেলার পুলেরঘাট পূর্ব জালুয়াপাড়া গ্রামের মো. নূরুল ইসলামের ছেলে এবং রাফিউল আলম কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের করমূলী গ্রামের মৃত খোরশেদ উদ্দিন আহম্মেদ এর ছেলে।
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার, বিএন এম শোভন খান জানান, বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের নান্দলা ও সিদ্ধেশ্বরী কালীবাড়ি এলাকায় র্যাব পৃথক অভিযান পরিচালনা করে।
অভিযানে ২৫ পিস ইয়াবাসহ আব্দুল মান্নানকে এবং ৬৫ পিস ইয়াবাসহ রাফিউল আলমকে আটক করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দু’জনেই ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
এ ব্যাপারে ইয়াবাসহ আটক হওয়া আব্দুল মান্নান ও রাফিউল আলম এর বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।