কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কটিয়াদীতে আন্তঃপ্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতা

 কটিয়াদী সংবাদদাতা | ১৯ জানুয়ারি ২০২০, রবিবার, ৬:১৪ | কটিয়াদী 


কিশোরগঞ্জের কটিয়াদীতে আন্তঃপ্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২০ অনুষ্ঠিত হয়েছে। কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে রোববার (১৯ জানুয়ারি) দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন কটিয়াদী উপজেলা শিক্ষা অফিসার সৈয়দ আহমদ।

এতে বিশেষ অতিথি ছিলেন কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যায়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার শহীদুল ইসলাম ভূইয়া ও নাছিরুল হক।

এ সময় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সিনিয়র সহ সভাপতি একেএম ফখরুল ইসলাম, যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন, প্রধান শিক্ষক আবু হাসান, নুরুল আমিন, মধু সুদন সাহা, আদিলুজ্জামান শওকত উদ্দিন খান, আবু সাইদ মো. ইকবালসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় উপজেলার ১১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী হাই জাম্প, লং জাম্প, দৌড়সহ ২৬টি ইভেন্টে অংশ নেয়।

খেলা শেষে বিজয়ীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর