কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ার সেই শতবর্ষী আয়েশার বাড়িতে ইউএনও, দিলেন ঘর মেরামতে আর্থিক সহায়তা

 সাখাওয়াত হোসেন হৃদয় | ২০ জানুয়ারি ২০২০, সোমবার, ৭:৫৬ | পাকুন্দিয়া  


পাকুন্দিয়া উপজেলার সেই শতবর্ষী আয়েশার পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (২০ জানুয়ারি) বিকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ঘর মেরামতের জন্য ১০ হাজার টাকার অনুদানের চেক দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ হাসান ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমীন উপজেলার বানিপাট্টা গ্রামে শতবর্ষী বৃদ্ধার বাড়িতে গিয়ে তাঁর হাতে এই অনুদানের চেক তুলে দেন।

এসময় সুখিয়া ইউপি চেয়ারম্যান মো. আবদুল হামিদ টিটু ও শতবর্ষী আয়েশার মেয়ে জাহানারা খাতুন উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ হাসান জানান, শতবর্ষী আয়েশার থাকার ঘরটি খুবই জরাজীর্ণ। তার ঘরটি যাতে মেরামত করা যায়, সেজন্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তির ঘর মেরামত ও নির্মাণের লক্ষ্যে এই অনুদানের চেক দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৮ সেপ্টেম্বর কিশোরগঞ্জ নিউজ এ ‘শতবর্ষী আয়েশার ভাগ্যে মেলেনি বয়স্ক ভাতা, খেয়ে না খেয়ে চলে সংসার’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এছাড়া আরো বেশ কয়েকটি গণমাধ্যমে শতবর্ষী আয়েশার ব্যাপারে খবর প্রকাশিত হয়।

এরপর ওই শতবর্ষীকে ভাতার কার্ড প্রদান করে উপজেলা সমাজসেবা কার্যালয়। এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠন তাঁর পাশে দাঁড়ায়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর