কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


মিঠামইনে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে সার্বক্ষণিক স্বাভাবিক প্রসব সেবা জোরদার বিষয়ে কর্মশালা

 স্টাফ রিপোর্টার | ২১ জানুয়ারি ২০২০, মঙ্গলবার, ৫:৫৪ | স্বাস্থ্য 


মিঠামইনে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষণিক স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) মিঠামইন উপজেলা সদরে রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটরিয়ামে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ-সার্ভিসেস ইউনিটের ব্যবস্থাপনায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় এই কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

মিঠামইন উপজেলা পরিষদ চেয়ারম্যান আছিয়া আলম এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ-সার্ভিসেস পরিচালক ডা. মোহাম্মদ শরীফ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ-সার্ভিসেস ইউনিটের উপ-পরিচালক ডা. ফাহমিদা সুলতানা, কিশোরগঞ্জ জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক ডা. রওশন আখতার জাহান, মিঠামইন উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আলী নূর খান এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল-শাফী।

কর্মশালা সঞ্চালনায় ছিলেন ডা. সুমাইয়া ফাজরিন মাশিয়াত।

কর্মশালায় সপ্তাহের সাতদিন ২৪ ঘন্টা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে স্বাভাবিক প্রসব সেবা জোরদার করার বিষয়ে আলোকপাত করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর