কিশোরগঞ্জের করিমগঞ্জে আড়াই কেজি গাঁজাসহ মো. আল-আমিন (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। বুধবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলার সাদকখালী এলাকায় র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক হওয়া মাদক ব্যবসায়ী মো. আল-আমিন উপজেলার পানাহার কনিকপুর গ্রামের মো. ফিরোজ আলীর ছেলে।
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার এম শোভন খান, বিএন জানান, বুধবার (২২ জানুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে করিমগঞ্জ উপজেলার সাদকখালী এলাকায় র্যাব অভিযান পরিচালনা করে।
অভিযানে আড়াই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মো. আল-আমিনকে আটক করা হয়। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদের সে মাদক ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
এ ঘটনায় মাদক ব্যবসায়ী আল-আমিনের বিরুদ্ধে করিমগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।