পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের ৯৫ নং চরকুর্শা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিদ্যালয় মাঠে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহ-তথ্য ও গবেষণা সম্পাদক তানিয়া সুলতানা হ্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
ম্যানেজিং কমিটির সভাপতি মো. শহিদুল্লার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু।
এতে অন্যান্যদের মধ্যে উপজেলা যুবলীগের আহবায়ক ভিপি হেলাল উদ্দীন, সমাজসেবক আব্দুল মান্নান, সাবেক ছাত্রনেতা মোয়াজ্জেম হোসেন, এম.এ মান্নান মানিক কলেজের প্রভাষক এমএস আল-মামুন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, ছাত্রলীগ নেতা হিমেল, দেলোয়ার এবং বিদ্যালয়ের সকল শিক্ষক উপস্থিত ছিলেন।
ক্রীড়ানুষ্ঠানের পৃষ্ঠপোষক হিমেল খান প্রবাসে থেকে লাইভে অনুষ্ঠান উপভোগ করেন।
ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ক্রীড়ানুষ্ঠানের সমাপ্তি ঘটে।