কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ভৈরব প্রেসক্লাবে প্রবীণ গুণী সাংবাদিক সংবর্ধনা

 সোহেল সাশ্রু, ভৈরব | ২৫ জানুয়ারি ২০২০, শনিবার, ১১:২২ | ভৈরব 


ভৈরব প্রেসক্লাবের বার্ষিক আন্তঃক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ, প্রবীণ গুণী সাংবাদিক সংবর্ধনা ও বার্ষিক প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় ভৈরব প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ভৈরব প্রেসক্লাব সভাপতি জাকির হোসেন কাজল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন।

ভৈরব প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা দায়রা জজ মো. হেলাল উদ্দিন, ক্লাবের সম্মান সূচক সদস্য ভৈরব উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া, ক্লাবের সম্মান সূচক সদস্য ভৈরব পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ, ভৈরবের প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক আতাউর রহমান, ভৈরব উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা, সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা, ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি রোটারিয়ান আলহাজ্ব হুমায়ুন কবির।

অনুষ্ঠানে প্রবীণ গুণী সাংবাদিকদের সংবর্ধনা স্মারক ক্রেস্ট প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন।

সংবর্ধনা স্মারক ক্রেস্ট গ্রহণ করেন প্রবীণ সাংবাদিক বশীর আহমেদ, সাংবাদিক ড. মুহাম্মদ শহীদুল্লাহ ও সাংবাদিক আব্দুল মতিন। এছাড়া মরণোত্তর সংবর্ধনা স্মারক পান সাংবাদিক আব্দুল হালিম মোল্লা ও সাংবাদিক আব্দুল্লাহ-আল-মনসুর।

এরপরে আন্তঃক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী সদস্যদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এছাড়া অনুষ্ঠানে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

সবশেষে প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি এসএম বাকী বিল্লাহ, সাংবাদিক সুমন মোল্লা, সাংবাদিক মোস্তাফিজ আমিন ও সাংবাদিক মো. আক্তারুজ্জামান।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর