কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে মোটর সাইকেল চোরচক্রের সদস্য আটক

 স্টাফ রিপোর্টার | ২৮ জানুয়ারি ২০২০, মঙ্গলবার, ৬:০৮ | অপরাধ 


কিশোরগঞ্জে মোটর সাইকেল চুরির একাধিক মাস্টার চাবি ও অন্যান্য যন্ত্রপাতিসহ মো. কামাল উদ্দিন (৪০) নামে চোরচক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে শহরের পুরানথানা এলাকার ইসলামিয়া সুপার মার্কেটের সামনে থেকে মোটর সাইকেল চুরির প্রস্তুতির সময় তাকে আটক করা হয়।

আটক হওয়া মোটর সাইকেল চোরচক্রের সদস্য মো. কামাল উদ্দিন জেলার করিমগঞ্জ উপজেলার নানশ্রী গ্রামের আব্দুল কাদিরের ছেলে।

তার নামে মোটর সাইকেল চুরি ও ডাকাতিসহ অন্তত ৪টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, মো. কামাল উদ্দিন একজন দুর্ধর্ষ মোটর সাইকেল চোর। মাস্টার চাবি ও অন্যান্য যন্ত্রপাতির মাধ্যমে সে মুহূর্তেই মোটর সাইকেল চুরি করে পালিয়ে যায়।

মানুষের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যাওয়ার সুবিধার্থে সে চুরি করা মোটর সাইকেলে পাকুন্দিয়ার শাহনাজ জামান মটরস এর স্টিকার ব্যবহার করে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে শহরের পুরানথানা এলাকার ইসলামিয়া সুপার মার্কেটের সামনে থেকে সে একটি মোটর সাইকেল চুরির প্রস্তুতি নিলে তাকে হাতেনাতে আটক করা হয়।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবুবকর সিদ্দিক পিপিএম জানান, দুর্ধর্ষ মোটর সাইকেল চোর মো. কামাল উদ্দিনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর