কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও নোয়াবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল করিম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইলাইহি রাজিউন।
৮৫ বছর বয়সে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে নোয়াবাদ গ্রামের নিজবাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে ও আত্মীয়স্বজন সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার (৩১ জানুয়ারি) বাদ জুম্মা জেলার করিমগঞ্জের চাতল হাইস্কুল মাঠে নামাজে জানাযা শেষে নিজগ্রাম নোয়াবাদের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে।
তাঁর মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগ নেতা এমরান আলী ভূঞাসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।