কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ভৈরবে ট্রাকভর্তি বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক দুই

 সোহেল সাশ্রু, ভৈরব | ৬ ফেব্রুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ৪:৪৩ | অপরাধ 


কিশোরগঞ্জের ভৈরবে ট্রাক ও দেড় হাজার বোতল ফেন্সিডিলসহ বেলাল আহম্মেদ ওরফে মেজর ও ইয়াসিন আহম্মেদ মিলন নামের দুই ফেন্সিডিল ব্যবসায়ীকে আটক করেছেন র‌্যাব। র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের একটি টিম শহরের নাটালের মোড় থেকে ফেন্সিডিলসহ তাদেরকে আটক করা হয়।

র‌্যাবের হাতে আটক হওয়া দুই ফেন্সিডিল ব্যবসায়ী বেলাল আহম্মেদ ওরফে মেজর এবং ইয়াসিন আহম্মেদ মিলন সিলেটের জকিগঞ্জ উপজেলার বাসিন্দা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের।

উদ্ধার হওয়া ফেন্সিডিলের মূল্য প্রায় ৩০ লাখ টাকা উল্লেখ করে তিনি জানান, ঢাকা-সিলেট মহাসড়কের নাটালের মোড় এলাকা থেকে গভীর রাতে ট্রাক এবং দেড় হাজার বোতল ফেন্সিডিলসহ র‌্যাবের একটি চৌকস দল এই দু’জনকে আটক করে। আটককৃত দু’জন ৩০ হাজার টাকার বিনিময়ে এই ফেন্সিডিল বহন করছিল।

র‌্যাব জানায়, সিলেটের সীমান্ত এলাকা ওসমানীনগর থেকে ট্রাকযোগে ফেন্সিডিলের একটি বড় চালান রাজধানী ঢাকায় যাবে।

এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি অভিযানিক দল ঢাকা-সিলেট মহাসড়কের নাটালের মোড়ে চেক পোস্ট বসায়। পরে রাত আড়াইটার দিকে সংকেত দিলে চেক পোস্টের কাছে ট্রাকটি থামে।

এ সময় ট্রাকে তল্লাসি করে ১০ বস্তায় ভর্তি দেড় হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং তাদের দু’জনকে আটক করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর