কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কুলিয়ারচরে এসএসসি পরীক্ষার্থীকে সহায়তায় শিক্ষককে আজীবনের জন্য অব্যাহতি

 সোহেল সাশ্রু | ৬ ফেব্রুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ৮:৫৪ | কুলিয়ারচর 


এসএসসি পরীক্ষা চলাকালীন সময় কক্ষ প্রত্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালনকালে পরীক্ষার্থীকে উত্তরপত্রে উত্তর লিখতে সহযোগিতা করার অপরাধে কিশোরগঞ্জের কুলিয়ারচরে মো. জহিরুল ইসলাম নামে এক সহকারী শিক্ষককে পাঁচ হাজার টাকা জরিমানা ও আজীবন প্রত্যবেক্ষকের দায়িত্ব হতে অব্যাহতি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে এগারোটার দিকে কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষা চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার কাউসার আজিজ এ জরিমানা ও আজীবন পরীক্ষা প্রত্যবেক্ষক এর দায়িত্ব হতে অব্যাহতি প্রদান করেন।

মো. জহিরুল ইসলাম উপজেলার সালুয়া ইউনিয়নের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

জানা যায়, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ইংরেজি ১ম পত্র পরীক্ষা চলকালীন সময় পরীক্ষার্থীকে উত্তরপত্রে উত্তর লিখতে সহযোগিতা করেন কক্ষ প্রত্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালনকারী এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জহিরুল ইসলাম।

এসএসসি পরীক্ষা চলাকালে সকাল সাড়ে এগারোটার দিকে উপজেলা নির্বাহী অফিসার কাউসার আজিজ কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গেলে হাতেনাতে ওই শিক্ষক ধরা পড়েন।

এ সময় পাবলিক পরীক্ষা (অপরাধ) আইনে সহকারী শিক্ষক মো. জহিরুল ইসলামকে পাঁচ হাজার টাকা জরিমানা ও আজীবন পরীক্ষা প্রত্যবেক্ষক এর দায়িত্ব হতে অব্যাহতি প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার কাউসার আজিজ।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর