কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


বিরিশিরিতে কিশোরগঞ্জ সদরের প্রাথমিক শিক্ষকদের বার্ষিক বনভোজন

 স্টাফ রিপোর্টার | ১০ ফেব্রুয়ারি ২০২০, সোমবার, ১২:০০ | কিশোরগঞ্জ সদর 


কিশোরগঞ্জ সদর উপজেলার কড়িয়াইল ক্লাস্টারের ২৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বিরিশিরিতে বার্ষিক বনভোজন সম্পন্ন হয়েছে।

শীতকালীন বনভোজন উপলক্ষে শনিবার (৮ ফেব্রুয়ারি) সরকারি ছুটি থাকায় কড়িয়াইল ক্লাস্টারে দায়িত্ব প্রাপ্ত সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো. আবুল বাশার মৃধা দিনব্যাপী এই বনভোজনের আয়োজন করেন।

বিরিশিরি পর্যটন কেন্দ্রে শতাধিক শিক্ষক এই বনভোজনের আনন্দ ভ্রমণে অংশ গ্রহন করেন।

পর্যটন কেন্দ্র পরিদর্শন শেষে বিরিশিরি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা শিক্ষা অফিসার মো. এনামুল হক খানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরিশিরি উপজেলা শিক্ষা অফিসার মো. আবু তাহের ভুইয়া।

বিশেষ অতিথি ছিলেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো. জহির উদ্দিন, মো. এমদাদুল হক ও সাইদা রুবাইয়া।

র‌্যাফেল ড্রতে ২৫ জন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়।

সদর উপজেলা শিক্ষা অফিসার মো. এনামুল হক খান শিক্ষকদের বলেন, এ ভ্রমণে শরীর ও মন ভালো থাকবে এবং তা শিশুদের পাঠদানের ক্ষেত্রে ও শ্রেণিতে কাজে লাগানো যাবে।

তিনি প্রতিটি শিশুকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলার জন্য শিক্ষকদের প্রতি আহবান জানান।

শেষে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর