কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা

 সাখাওয়াত হোসেন হৃদয় | ১১ ফেব্রুয়ারি ২০২০, মঙ্গলবার, ৬:৩৭ | পাকুন্দিয়া  


যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ হাসান।

সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল হাসান আলামিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার শারফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

এছাড়া সভায় উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সংবাদকর্মী ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।

দিবসটি উদযাপন উপলক্ষে আগামি ২০, ২১ ও ২২ ফেব্রুয়ারি উপজেলা পরিষদ চত্বরে তিন দিনব্যাপী অমর একুশে বইমেলা অনুষ্ঠিত হবে।

এছাড়া ২১ ফেব্রুয়ারি প্রত্যুষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, উপজেলা পরিষদ মিলনায়তনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও সংগীত এবং নাট্যানুষ্ঠান পরিবেশনের সিদ্ধান্ত নেওয়া হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর