কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য বিশিষ্ট আয়কর আইনজীবী অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন এর সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন নব-গঠিত কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিনের চেম্বারে গিয়ে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান নব-গঠিত কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন মোল্লা সুমন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজ উমান খান।
এ সময় তারা দীর্ঘক্ষণ বিভিন্ন বিষয়াদি নিয়ে খোশগল্পে মেতে উঠেন।
শুভেচ্ছা বিনিময়কালে অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন নব-গঠিত জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে বিভিন্ন দিকনিদের্শনামূলক পরামর্শ দেন।
তিনি বলেন, স্বচ্ছতার সহিত তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে ছাত্রলীগকে সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে।
এছাড়া তিনি বিভিন্ন টেন্ডারবাজি, অছাত্রদের কমিটিতে অন্তর্ভূক্তি, বিলাসিতা পরিহার করে যে কোন বিতর্কের উর্ধে থেকে ছাত্রলীগকে ঢেলে সাজানোরও পরামর্শ দেন।
যে কোন ধরণের বিতর্কের উর্ধে থেকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে ছাত্রলীগের ভাবমূর্তি অক্ষুন্ন রেখে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার কথাও বলেন তিনি।