কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


প্রাথমিক বৃত্তিতেও পাকুন্দিয়ার আসিয়া বারি স্কুলের সাফল্য

 সাখাওয়াত হোসেন হৃদয় | ২৬ ফেব্রুয়ারি ২০২০, বুধবার, ৫:৫৫ | পাকুন্দিয়া  


ধারাবাহিক সফলতার অংশ হিসেবে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার আসিয়াবারি আদর্শ বিদ্যালয় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় সেরা সাফল্যের পর এবার বৃত্তি প্রাপ্তির দিক দিয়েও এগিয়ে রয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার বৃত্তির ফলাফল ঘোষণা করা হয়। এতে আসিয়া বারি আদর্শ বিদ্যালয়ের ১৯জন শিক্ষার্থী ট্যালেন্টপুল ও ৪জন শিক্ষার্থী সাধারণ বৃত্তি লাভ করে।

২০১৯ সালে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বিদ্যালয়টি থেকে ৩৫ জন শিক্ষার্থী অংশ নেয়। এদের সবাই জিপিএ-৫পেয়ে কৃতকার্য হয়। ফলাফলের দিক দিয়ে যা উপজেলা ও জেলা পর্যায়ে সামনের দিকে রয়েছে।

প্রসঙ্গত, উপজেলার মঠখোলা এলাকায় বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে পিইসি, জেএসসি ও এসএসসি পরীক্ষায় সেরা সাফল্য অর্জন করে জেলা পর্যায়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

প্রত্যন্ত এলাকায় অবস্থিত হলে প্রতিষ্ঠানটির কারিকুলাম শহরের যে কোন শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ে কোন অংশে কম নয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম. হুমায়ুন কবির বলেন, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সমন্বয়ে ভাল ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে। যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর