কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


আসিয়া বারি আদর্শ বিদ্যালয়ে ক্রীড়ানুষ্ঠান

 সাখাওয়াত হোসেন হৃদয় | ২৯ ফেব্রুয়ারি ২০২০, শনিবার, ৭:২০ | পাকুন্দিয়া  


পাকুন্দিয়া উপজেলার স্বনামধন্য আসিয়া বারি আদর্শ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ ফেব্রুয়ারি) দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ।

এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আহমেদ ইউসুফ হোসেন তপু।

অনুষ্ঠানে আসিয়া বারি আদর্শ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী খুরশিদা রহমান, শিরীন আহমেদ, শামীমা জাহিদ, মালিক তালহা ইসমাঈল বারি আনান, ইউনাইটেড ট্রাস্টের নির্বাহী পরিচালক অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল এজেএম ফজলুর রহমান, জেনারেল ম্যানেজার অবসরপ্রাপ্ত মেজর জুনায়েদ আহমেদ, বিডি এডুকেশনের চেয়ারম্যান সুমন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক যশোধন সাহা, হাজী জাফর আলী কলেজের অধ্যক্ষ নারায়ন নাথ, প্রতিষ্ঠাতা সদস্য আহমেদ হামিদ হাসান তানিম ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম. হুমায়ুন কবিরসহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের শিক্ষার্থীর অংশগ্রহণে কুচকাওয়াজ, শারীরিক কসরত ও বিভিন্ন ইভেন্টের ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ করেন অতিথিবৃন্দসহ হাজারো উৎসুক জনতা।

পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। বিদ্যালয়ের শিক্ষার্থীদের মনোমুগ্ধকর সঙ্গীত উপভোগ করেন উপস্থিত লোকজন।

প্রতিযোগিতা শেষে বিকালে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর