‘ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব’ প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় কিশোরগঞ্জের পাকুন্দিয়ায়ও দ্বিতীয় বারের মতো সোমবার (২ মার্চ) জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনার সভার আয়োজন করে উপজেলা নির্বাচন অফিস।
সকাল ১১টার দিকে উপজেলা সার্ভার স্টেশন চত্বর থেকে র্যালিটি বের করা হয়। র্যালিটি পৌরসদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার লোকজন র্যালিতে অংশ নেন।
র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. রওশন করিম, সুখিয়া ইউপি চেয়ারম্যান আবদুল হামিদ টিটু, হোসেন্দী ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান হামদু প্রমুখ বক্তব্য রাখেন।