কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভা

 সাখাওয়াত হোসেন হৃদয় | ৭ মার্চ ২০২০, শনিবার, ৬:৩০ | পাকুন্দিয়া  


ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ই মার্চ) বিকালে উপজেলা পরিষদের বঙ্গবন্ধুর ম্যুারাল চত্বরে আমরা মুক্তিযোদ্ধার সন্তান এর ব্যানারে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্মআহ্বায়ক মো. মোতায়েম হোসেন স্বপন।

এতে ঐতিহাসিক ৭ই মার্চের ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন পাকুন্দিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. মজিবুর রহমান, বুরুদিয়া ইউপির সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল আকন্দ, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি মো. চাঁন মিয়া, স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক মো. ফরিদ উদ্দিন, সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন আনার, নুরুজ্জামান জামান, রায়হান উদ্দিন আকন্দ, বুলবুল মিয়া, চরফরাদী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নূর লোহানী ডাবলু প্রমুখ।

বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ছিল বাঙালি জাতির মুক্তির সনদ। এই ভাষণে বাঙালি জাতি উদ্বুদ্ধ হয়ে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে স্বাধীনতা লাভ করে।

আমরা যদি বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করি তবেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়া সম্ভব হবে।

এদিকে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে উপজেলার সকল স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ বড় পর্দায় প্রদর্শন করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর