কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কটিয়াদীতে মা ও অভিভাবক সমাবেশ

 স্টাফ রিপোর্টার | ৮ মার্চ ২০২০, রবিবার, ৯:১৯ | কটিয়াদী 


কটিয়াদীতে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ মার্চ) সকালে উপজেলার ৩নং কাঁঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

মা ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বণিক।

কটিয়াদী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দ আহমেদের সভাপতিত্বে আয়োজিত মা ও অভিভাবক সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মাহবুব জামান, বনগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল হোসেন মিলন, কটিয়াদী সহকারী উপজেলা শিক্ষা অফিসার শহীদুল ইসলাম ভূঁইয়া ও বিদ্যালয় ম্যানেজিং কমিটি সভাপতি মো. জামাল মিয়া।

সমাবেশ সঞ্চালনায় ছিলেন কটিয়াদী উপজেলা সহকারী  শিক্ষা অফিসার মো. নাসিরুল হক।

প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বণিক বলেন, প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু আছে, মুজিববর্ষে শতভাগ দেবে সরকার। মায়েদের প্রতি বিশেষ অনুরোধ  সবাইকে যেন দুপুরের খাবার দিয়ে দেয়া হয়।

সন্তান যেন মানুষের মতো মানুষ হতে পারে সেদিকে বিশেষভাবে নজর দেয়ার জন্য তিনি মায়েদের প্রতি অনুরোধ জানান।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর