কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় হাম-রুবেলা টিকাদান বিষয়ে অবহিতকরণ সভা

 রাজন সরকার, পাকুন্দিয়া | ১০ মার্চ ২০২০, মঙ্গলবার, ৮:৩০ | পাকুন্দিয়া  


হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২০ উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মঙ্গলবার (১০ মার্চ) এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদ হাসান।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জমির মোহাম্মদ হাসিবুস ছাত্তার উপস্থিত সংবাদকর্মীসহ অন্যান্যদের হাম-রুবেলা টিকাদান সম্পর্কে অবহিতকরণ সভায় জানান, ৯ মাস থেকে ১০ বছরের কম বয়সি সকল শিশুকে সম্পূর্ণ বিনামূল্যে এ টিকা প্রদান করা হবে।

এছাড়া পূর্বে হামের টিকা বা এমআর টিকা দেয়া থাকলেও অথবা হাম বা রুবেলা রোগে আক্রান্ত হলেও এই বয়সের সকল শিশুকে এক ডোজ হাম-রুবেলা টিকা দেয়া হবে।

এ সময় তিনি করোনা ভাইরাস সম্পর্কেও সকলকে সচেতন থাকার পরামর্শ দিয়ে তা মোকাবেলা করার জন্য সহযোগিতা কামনা করেন।

সভায় অন্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মোতায়েম হোসেন স্বপন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রওশন করিম, হোসেন্দী ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান হামদু, জাংগালিয়া ইউপি চেয়ারম্যান সরকার শামীম আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর