কিশোরগঞ্জে ইয়াবাসহ আটকের পর সাপায়েত প্রমা (২৬) নামের এক নারীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১১ মার্চ) ভ্রাম্যমাণ আদালতের বিচারক কিশোরগঞ্জ জেলা কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর মো. আল কামাহ তমাল এই দণ্ড দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বুধবার (১১ মার্চ) কিশোরগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর উদ্যোগে জেলা কালেক্টরেট এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর মো. আল কামাহ তমাল এর নেতৃত্বে এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ হাবীব তৌহিদ ইমাম এর তত্ত্বাবধানে পরিদর্শক তারেক মাহমুদ ও বিভাগীয় স্টাফদের সমন্বয়ে একটি রেইডিং টিম গঠন করে কিশোরগঞ্জ জেলা শহরের তারাপাশা নিউটাউন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ইয়াবাসহ সাপায়েত প্রমা নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা কালেক্টরেট এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর মো. আল কামাহ তমাল ইয়াবাসহ আটক হওয়া সাপায়েত প্রমা কে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
দণ্ডিত সাপায়েত প্রমা জেলার ইটনা উপজেলার পংদৈলং গ্রামের আঞ্জু মিয়ার মেয়ে এবং আলমগীর মিয়ার স্ত্রী।
সে কিশোরগঞ্জ জেলা শহরের তারাপাশা নিউটাউন এলাকায় বসবাস করে বেশ কিছুদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ হাবীব তৌহিদ ইমাম বিষয়টি নিশ্চিত করেছেন।